সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উৎসবের নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

উৎসবের নৌকাবাইচ

বগুড়ার গাবতলী উপজেলার তরণী হাটের ইছামতি নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। গতকাল দুপুর ৩টা থেকে এ প্রতিযোগিতা দেখতে নদীর উভয় পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। নৌকাবাইচ ঘিরে মেলাও বসানো হয়। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১৪টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৪টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে, পরে সেখান থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। সেমিফাইনালে সততা বনাম নয়নের মণি এবং একতা বনাম আল্লাহ ভরসার মধ্যে লড়াই হয়। সেমিফাইনালে জয় নিয়ে আল্লাহ ভরসা এবং সততা ফাইনালে প্রতিযোগিতা করে। এতে আল্লাহ ভরসাকে হারিয়ে সততা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় নয়নের মণি তৃতীয় এবং একতা চতুর্থ স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ নেওয়াজ জাকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশিষ্ট সমাজসেবক জোবায়দা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো প্রমুখ। পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে একটি বড় ষাঁড়, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ছোট গরু, তৃতীয় স্থান অর্জনকারী দলকে একটি বড় খাসি ও চতুর্থ স্থান অর্জনকারীকে একটি ছোট খাসি প্রদান করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর