সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় ঝাঁপান প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ঝাঁপান প্রতিযোগিতা

বাদ্যের তালে নাচছেন সাপুড়ে। সাপুড়ের সঙ্গে তাল দিয়ে নাচছে সাপ। একটি-দুটি নয়। কখনো চার-পাঁচটি; আবার কখনো এক সঙ্গে সাত-আটটি সাপ ছেড়ে দেওয়া হচ্ছে চৌকির ওপর। গতকাল এ দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটে। সাপের এ নাচকে স্থানীয়ভাবে বলা হয় ঝাঁপান খেলা। এই খেলা দেখতে ভিড় করে অসংখ্য নারী-পুরুষ। স্থানীয়রা জানায়, মনসাপূজা উপলক্ষে ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুদিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ  দিনে গতকাল বিকালে প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৫ হাজার ও রানারআপ দলকে ৩ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম কর্মি অনিক সাইফুল বলেন, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী আবাসনের শ্রী সিবাস মনসাপূজা উপলক্ষে প্রতি বছর ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। শনিবার সন্ধ্যার পর ঝাঁপান প্রতিযোগিতা শুরু হয়। এতে কয়েকটি সাপুড়ে দল অংশ নেয়। অসংখ্য বিষধর সাপ নিয়ে সাপুড়েরা তাদের সাপের খেলা দেখান। খেলায় একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের খলিলুর রহমানের সাপুড়ে দল চ্যাম্পিয়ন ও আবু তাহেরের দল রানারআপ হয়।

সর্বশেষ খবর