মহাকবি কালিদাসের জীবন অবলম্বনে থিয়েটার ’৫২ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল নাটক ‘কালিদাস’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অপূর্ব কুমার কুন্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। এটি দলের পঞ্চম প্রযোজনার নাটক।
মূর্খতার পরিচয় দিয়ে যে কালিদাস ডালের আগায় বসে গোড়া কাটে, পাঠশালা থেকে বিতাড়িত হয় সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য রঘুবংশ, কুমারসম্ভব, নাটক অভিজ্ঞান, শকুন্তলাসহ অসংখ্য গীতিনাট্য। কালিদাসের জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতি ভর্ৎসনার পাশাপাশি কীভাবে একের পর এক কাব্যসম্ভার রচনা করলেন এবং তার পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই নাটক কালিদাস। নাটকের প্রসঙ্গে নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, কালিদাসের প্রকাশিত রচনাসমগ্র যতটা এবং যেভাবে সহজে পাওয়া যায়, সেই অনুপাতে কালিদাসের জীবনী সেভাবে পাওয়া যায় না। তবে কালিদাস নাটকে দর্শক কালিদাসের যাপিত জীবন ও সাহিত্য জীবন উভয়ই প্রাণবন্তভাবে পাবে বলেই বিশ্বাস। নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, আলো জ্বললে যেভাবে আঁধার পালায় তেমনি কালিদাসের জীবননির্ভর এই নাটকটি এক অর্থে জ্ঞানের আলো প্রজ্বলিত করবে বলেই আমার বিশ্বাস। তরুণ ও নবীন অভিনেতাদের অভিনীত সংলাপপ্রধান নাটকটি দর্শকদের শিল্পপিপাশা নিবৃত্ত করবে বলেই আমি মনে করি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মো. নজরুল ইসলাম, বনানী সাহা, আদিব মজলিশ খান, রুদ্ররায় অপু, ধ্রুবানী মাহবুব, অপূর্ব রায়, কৃষ্ণ সরকার, রবি ইসলাম প্রমুখ। পোশাক পরিকল্পনায় সুরভী রায়, সংগীত পরিকল্পনায় রবিউল ইসলাম শশী, সংগীত প্রক্ষেপণে মোহাম্মদ নাদিম হাসান, সেট, লাইট ও প্রপসে মো. নজরুল ইসলাম।