মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উপচে পড়া ভিড় সৈকতে

কক্সবাজার প্রতিনিধি

উপচে পড়া ভিড় সৈকতে

শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিল্লাদুন্নবীর ছুটিতে কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছেন লক্ষাধিক পর্যটক। গতকাল সকাল থেকে সমুদ্রসৈকতের কলাতলী, সুগন্ধা, সি-গাল, লাবণী, শৈবাল ও কবিতাচত্বর পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচ কর্মীরা সচেতনতামূলক মাইকিং করছেন। কক্সবাজারে হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ‘এখন পর্যন্ত কক্সবাজারে ১ লাখের ওপর পর্যটক এসেছেন। ইতোমধ্যে ৫ শতাধিক হোটেলের ৮০-৮৫ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।’ পটুয়াখালীর কলাপড়া থেকে আসা সাজেদ-ইভানা দম্পতি বালিয়াড়িতে হাঁটছিলেন। তাঁরা বলেন, ‘প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে কক্সবাজার এলেও এবার টানা নয় দিনের ছুটি পাওয়ায় অক্টোবরেই এসেছি। সমুদ্রের ঢেউ দেখতে খুব ভালো লাগে। তবে এবারের ঢেউ দেখে কিছুটা ভয় লাগছে। মাইকিং করতে শুনেছি সমুদ্রে নাকি সতর্ক সংকেত। তাই পানিতে নামছি না।’ মুন্সীগঞ্জ থেকে আসা সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘এর আগেও অনেকবার কক্সবাজারে এসেছি পরিবার নিয়ে। তার পরও কক্সবাজারের সৌন্দর্যের স্বাদ মেটে না বাচ্চাদের।’

কুমিল্লার কান্দিরপাড়ের নবদম্পতি রিয়াদ-সুমাকে দেখা গেল জেটস্কিতে চড়ে সমুদ্র উপভোগ করতে। রিয়াদ বলেন, ‘পরিকল্পনা করে এসেছি বউকে জেটস্কিতে চড়াব। তাই সমুদ্র উত্তাল থাকলেও বউয়ের আশাটা পূরণ করলাম।’ সি সেফ লাইফগার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দুর্গাপূজা ও ঈদে মিল্লাদুন্নবীর ছুটিতে প্রচুর পর্যটক কক্সবাজারে ভিড় করেছেন। অনেকে সমুদ্রস্নান করছেন। কিন্তু সাগর উত্তাল হওয়ায় আমরা পর্যটকদের গভীর সমুদ্রে যেতে মানা করছি। সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সহযোগিতা করছেন।’ বিচ কর্মী মাহবুবুল আলম বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমরা সব সময় মাইকিং করে যাচ্ছি। অনেক পর্যটক মানেন, আবার অনেকেই নির্দেশনা না মেনে গভীর পানিতে যাওয়ার চেষ্টা করেন।’ কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার ট্যুরিস্ট জোনের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সাগরের অবস্থা ও পরিস্থিতি নিয়ে ট্যুরিস্ট পুলিশের সচেতনতামলূক মাইকিং অব্যাহত আছে। কোনো পর্যটককে হয়রানির চেষ্টা করলে দুষ্কৃতকারীকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর