শিরোনাম
শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে পাঁচ আসনে জয়ী হবে

---- মজিবর রহমান মজনু

আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে পাঁচ আসনে জয়ী হবে

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, আওয়ামী লীগ বিগত যে কোনো সময়ের তুলনায় বগুড়ায় শক্তিশালী। গত কয়েক বছরে সব নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এখানে ভালো ফল করেছেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে গতকাল তিনি এসব কথা বলেন। মজিবর রহমান মজনু বলেন, যারা দলের জন্য সুনাম বয়ে এনেছেন, নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন, যাদের ইমেজ অক্ষুণœ রয়েছে, দখলবাজি-সন্ত্রাসের ঘটনা নেই, সর্বোপরি নেতৃত্ব দেওয়ার গুণাবলি রয়েছে, তাদের নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। নবীন-প্রবীণদের সমন্বয়ে দল গঠন করা হয়েছে। তিনি বলেন, এখন দলের কার্যালয়ে নেতা-কর্মীরা আগের থেকে দ্বিগুণ আসছেন। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের সমর্থক, ভোটার পরিবার বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছে। সারা দেশের পাশাপাশি বগুড়াতেও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের এই সভাপতি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বে নন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ায় বিমানবন্দর, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন করার বিষয়টি এগিয়ে গেছে। সময়মতো এগুলোও নির্মাণ সম্পন্ন হবে। এসব উন্নয়নমূলক কাজের জন্যই বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থীরা। যদিও বগুড়ার সব কটি আসনে জয়ের বিষয়ে কাজ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, মহাজোটের কোনো প্রার্থী বগুড়ায় দিলে তাদের জিতিয়ে আনতেও আওয়ামী লীগ কাজ করে যাবে। এদিকে বগুড়ায় তরুণদের দলে ভিড়িয়ে নতুন ভোটার সৃষ্টির পাশাপাশি শক্তি বাড়িয়েছে আওয়ামী লীগ। বগুড়া জেলা আওয়ামী লীগে এখন চাঙা ভাব। ১৩টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ১২টির সম্মেলন করে নতুন নেতা নির্বাচন করে মাঠে রয়েছে দলটি। জাতীয় নির্বাচনে জয় পেতে ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে পৃথক উপকমিটি জাতীয় নির্বাচনে জয়ের জন্য কাজ করে যাবে। দেশে পদ্মা সেতুসহ সার্বিক উন্নয়ন হয়েছে বলেই বগুড়ার পাঁচটি আসন পেতে বেগ পেতে হবে না আওয়ামী লীগকে বলেন জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন মজিবর রহমান মজনু। আর এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু। সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও অর্থ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন নির্বাচিত হন। পরে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন মুখের জয়জয়কার হয়েছে। বয়সে তরুণদের ভেড়ানো হয়েছে দলে। তরুণদের দলে ভিড়িয়ে দলীয় কার্যালয় হয়েছে জমজমাট। দিনে কিংবা রাতে সব সময় এখন কর্মী দেখা যাচ্ছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। দলের শক্তি বাড়াতে মেধাবী, পরিচ্ছন্ন, পরীক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর