একের পর এক সড়ক প্রশস্ত হচ্ছে। রাস্তার উভয় পাশে হচ্ছে নতুন ড্রেন। তারের জঞ্জালমুক্ত হচ্ছে নগরীর বিভিন্ন সড়ক। দেশের প্রথম ডিজিটাল নগরীর তকমাও লেগেছে সিলেটের গায়ে। সাম্প্রতিক কিছু উন্নয়ন কর্মকান্ডের কারণে অনেকে সিলেট নগরীকে লন্ডনের সঙ্গেও তুলনা করছেন। কিন্তু এসব উন্নয়নের গুণকীর্তন ছাপিয়ে এখন নগরবাসীর মুখে অপরিকল্পিত উন্নয়নের ক্ষোভ। হাজার কোটি টাকা খরচ করেও কেন মিটছে না জলাবদ্ধতার দুঃখ, কিংবা উন্নয়নের নামে বছরজুড়ে কেন খোঁড়াখুঁড়ি- এমন বহু প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের। তবে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে দুর্ভোগ অনেক কমে আসবে বলে মনে করেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। অপরিকল্পিতভাবে সিলেট নগরীর উন্নয়ন হচ্ছে এমন অভিযোগ অনেকে করলেও সুনির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না বলে মন্তব্য নূর আজিজের। তিনি বলেন, ‘যখনই কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় তখন কিছু সিস্টেম ফলো করতে হয়। প্রথমে আমরা প্রকল্প তৈরি করি, তারপর তা মন্ত্রণালয়ে পাঠাই। সেখানে প্রকল্প যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়। এর পরও প্রকল্প চূড়ান্ত ও অর্থ বরাদ্দ পর্যন্ত কয়েক ধাপ পেরোতে হয়। অপরিকল্পিতভাবে কোনো প্রকল্প নেওয়া হলে সেটি পাসই হতো না। অনেকে না বুঝে সমালোচনা করছেন। এটা ঠিক নয়।’ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও নগরবাসী কেন জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন না- এমন প্রশ্নে নূর আজিজুর রহমান বলেন, ‘২০২০ সালে ৩১ কিলোমিটার ড্রেন ও খালের উভয় পাশে দেয়াল নির্মাণে ২৩৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ২০২০-২১ অর্থবছর থেকে নগরীতে ৪২৭ কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণ এবং ছড়া-খাল উদ্ধার ও সংস্কারে ৫২৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়। ২০২১-২২ অর্থবছরে প্রায় ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো সিলেট নগরীর বিভিন্ন স্থানে ড্রেনেজের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে ড্রেনের মুখ বন্ধ রয়েছে। এ ছাড়া ঠিকাদাররা ড্রেনের মধ্যে নির্মাণসামগ্রী ফেলে রাখেন। যে কারণে অতিবৃষ্টি হলে পানি নামতে সময় বেশি লাগে। ফলে নগরবাসীকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়েছে। ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি পাবেন নগরবাসী।’
শিরোনাম
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
উন্নয়ন কাজ সমাপ্ত হলে দুর্ভোগ থাকবে না
--------- নূর আজিজুর রহমান , প্রধান প্রকৌশলী, সিসিক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর