শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হাসপাতালে বাড়ছে ডেঙ্গুরোগীর ভিড়

এ মাসের সাত দিনে মারা গেছেন নয়জন

জয়শ্রী ভাদুড়ী

হাসপাতালে বাড়ছে ডেঙ্গুরোগীর ভিড়

রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে ভর্তি রোগীর সংখ্যা। গতকাল পর্যন্ত ঢাকার ৫০টি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৭২৫ জন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহারও। চলতি মাসের সাত দিনে ডেঙ্গু জ্বরে ৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮২ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল হাসপাতালে ভর্তি হওয়া ২৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯২ এবং ঢাকার বাইরে ৪৮ জন। চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ১৭৭ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের। গতকাল রাজধানীর ১৭টি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন, ৩৩টি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১১৩ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ১৭৪ জন, বাংলাদেশ শিশু হাসপাতালে সাতজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯৫ জন, ৩১ শয্যাবিশিষ্ট কামরাঙ্গীরচর হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি আছেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী এলে চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শারীরিক পরিস্থিতি তুলনামূলক ভালো হলে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন মেনে আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিই। কেউ আক্রান্ত হলে ঘরে বসে থাকবেন না, হাসপাতালে আসুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলে ঝুঁকি কমে যায়। চিকিৎসা না নিয়ে দেরি করে হাসপাতালে আসা রোগীদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ৩০ জন, ইউনাইটেড হাসপাতালে ৩২ জন, স্কয়ার হাসপাতালে ২৭ জন, বারডেমে ২৩ জন, গ্রিন লাইফ হাসপাতালে ২১ জন, সেন্ট্রাল হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি আছেন। অন্যান্য হাসপাতালে বাকি রোগীরা ভর্তি আছেন।  

ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরামর্শ দিয়ে ইমেরিটাস অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জ্বর এলে অবশ্যই ডেঙ্গু টেস্ট করতে হবে। ডেঙ্গু টেস্ট রিপোর্ট পজিটিভ এলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় ফ্লুইড অনেক জরুরি বিষয়। পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক পরিস্থিতি বুঝে এসব পরামর্শ দেবেন। প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কেউ অ্যান্টিবায়োটিক কিনে সেবন করবেন না। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক শুধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী নয়, যে কোনো মানুষের জন্যই মারাত্মক ক্ষতিকর।

সর্বশেষ খবর