শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গ্রিল কেটে অর্ধশতাধিক বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুরি করে দান করার পাশাপাশি জুয়া খেলে ও নেশা করে টাকা খরচ করেন বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গতকাল  নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর রোডে রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি মূলত অনাথ ও পথশিশুদের আশ্রয় এবং পড়াশোনা করতে সহযোগিতায় কাজ করে। গত ১ অক্টোবর মধ্য রাতে প্রতিষ্ঠানের অফিস রুমের গ্রিল কেটে আলমারি থেকে সাড়ে ১২ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় পরদিন প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুন নাসের (রোমেল) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা করেন। পরে তদন্তে নেমে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মনির একজন পেশাদার চোর। তার বাড়ি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের পশ্চিম বাংলানগর গ্রামে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চুরি করে নেওয়া টাকা দিয়ে মনির জুয়া খেলা এবং নেশার পেছনে খরচ করেন। এ ছাড়া স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে দানও করেন। গ্রিল কেটে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটিয়েছেন মনির।

সর্বশেষ খবর