শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভিসা পাননি সাত দাবাড়ু

ক্রীড়া প্রতিবেদক

ভিসা না পাওয়ায় ইতালিতে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না বাংলাদেশের ৭ সদস্যের দাবাড়ু দল। ইতালির দূতাবাস দাবাড়ু দলের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। আগামী ১১-২৩ অক্টোবর ইতালির সার্ডিনিয়া শহরে ফিদের তালিকাভুক্ত অনূর্ধ্ব-২০ লেভেলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতালিতে গিয়ে বাংলাদেশের মানুষ আর ফিরে আসে না, এই অজুহাতে দাবাড়ু দলকে ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। তবে ইতালিতে না খেলতে পারলেও বাংলাদেশ ১১ জনের দল নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে যাবে এশিয়ান ইয়ুথ টুর্নামেন্ট খেলতে। এই দলের নেতৃত্বে থাকছেন মাহমুদা চৌধুরী। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ইতালির ভিসা নিয়ে বলেন, ‘আমাদেরকে একটি একটি করে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ভিসার আবেদন প্রত্যাখ্যান করে। ইতালির টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে দূতাবাসকে আমাদের ব্যাপারে জানানো হয়েছিল। বিশ্ব দাবাও জানিয়েছে। কিন্তু দূতাবাস আমাদেরকে বলেছে, ইতালির ওরা জানে না যে সেখানে গিয়ে এই দেশের মানুষ আর ফিরে আসে না।’ শাহাবুদ্দিন আরও বলেন, ‘আমরা সারা পৃথিবীতে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আবার ফিরেও আসছি। কোথাও কোনো সমস্যা হয়নি। ইতালির ক্ষেত্রেই এ ধরনের সমস্যায় পড়তে হলো।’ বর্তমানে বাংলাদেশের একটি দল আজারবাইজানে অনূর্ধ্ব-১৬ ওয়ার্ল্ড ইয়ুথ অলিম্পিয়াডে খেলছে। সেখানে বাংলাদেশ দল চার রাউন্ড খেলে চার পয়েন্ট সংগ্রহ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর