রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সারা দেশে খুনোখুনি

দিনে নরসুন্দর রাতে খুনি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় নাছির উদ্দিন নামে এক চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাইয়ের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ছিনতাই অটোরিকশা ও নিহতের মোবাইল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা। গ্রেফতাররা হলেন- মকবুল হোসেন (৫৫), জাবেদ (২৫), কাজল মিয়া (৬০), শরীফ (৩২) ও সোহেল মিয়া (২২)। মকবুল পাগলা থানার এবং অন্যরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা। এর আগে গত ৩১ অক্টোবর ময়মনসিংহের পাগলার খুরশিদ মহল ব্রিজের ঢালে রাস্তার পাশে ঝোপ থেকে গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রামের অটোচালক নাছির উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে আসামিদের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, এ হত্যার মূলহোতা মকবুল সেলুনে চুল কাটার আড়ালে অপরাধ চক্রের সঙ্গে নিয়মিত  যোগাযোগ ও পরিকল্পনা করে। একেক সময় একেকজনকে নিয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় চালককে কখনো মারপিট করে, কখনো  নেশাজাতীয় কিছু খাইয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা আরও বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে আসামিরা  হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় ওঠেন। পৌনে ৯টার দিকে ওই ব্রিজের কাছে পৌঁছলে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ঝোপের আড়ালে তার মৃতদেহ ফেলে অটোরিকশা ও  মোবাইল ফোন নিয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর