রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের পাশাপাশি প্রস্তুতি নির্বাচনের

------ সাইদুর রহমান বাচ্চু

আন্দোলনের পাশাপাশি প্রস্তুতি নির্বাচনের

সিরাজগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি। হামলা-মামলা মাথায় নিয়েও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জুলুম, অত্যাচার আর দফায় দফায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে দলটি। রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, জেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনে বিভক্তি নেই। প্রায় সব উপজেলা ও ইউনিয়নে কমিটি করা হয়েছে। বিএনপি আগের মতো নেই। বিএনপির রূপ পাল্টে গেছে। অত্যাচার-নির্যাতনের পরও দলের কর্মসূচিতে নেতা-কর্মীর ঢল নামে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে দিন দিন জনসম্পৃক্তা বাড়ছে।

সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান বাচ্চু বলেন, জেলায় ৩ হাজারের বেশি নেতা-কর্মী মিথ্যা মামলায় ফেরারি। এক-একজনের নামে ৫ থেকে ৫০টি মামলা। আমার নামেও ৫০টির অধিক মামলা। জেলায় অন্তত ৩০ জন নেতা-কর্মীকে হত্যা-গুম করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সিরাজগঞ্জের ছয়টি আসনেই বিএনপি জয়ী হবে।

সর্বশেষ খবর