বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গুতে এক দিনে গেল আট প্রাণ

হাসপাতালে ৬৯২ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে এক দিনে গেল আট প্রাণ

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯২ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯২ জনের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৩৭২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩২০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৩৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ২১৩ জন ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বাইরে বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। বিভাগে মোট ভর্তি হয়েছেন ৪৫৬ জন। এ সময়ে ময়মনসিংহ বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ৪৩ জন ও সিলেট বিভাগে এক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭ জন ভর্তি হন। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯২৮ জন।

চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। ২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। চলতি বছরের শুরু থেকেই দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল। মে থেকে দ্রুত বাড়তে শুরু করে। মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন, আগস্টে ৩ হাজার ৫২১ জন, সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন, অক্টোবরে ২১ হাজার ৯৩২ জন ও নভেম্বরের ১৫ দিনে ১১ হাজার ৯৬৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে ৮৬ জন। তবে নভেম্বরের ১৫ দিনেই মারা গেছেন ৭২ জন।

সর্বশেষ খবর