বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সিলেটে বিএনপির প্রচারে ছাত্রলীগের হামলা

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ির কাচ ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিএনপির প্রচারে ছাত্রলীগের হামলা

সিলেটে গতকাল বিএনপি ও ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

সিলেটের বিয়ানীবাজারে বিএনপি ও ছাত্রদলের মিছিল-সমাবেশে দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ। এ ঘটনায় বিয়ানীবাজার পৌর শহরে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সিলেটে বিএনপির গণসমাবেশের প্রচারণাকালে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে মুসলিম মিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ২টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগামী ১৯ নভেম্বর গণসমাবেশ সফলে প্রচারপত্র বিলি শুরু করেন। এ সময় ছাত্রদল মিছিল বের করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালান। ধাওয়া খেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা পৌর শহরের দক্ষিণ বাজার ছেড়ে শহরতলীর সুপাতলা এলাকায় অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে পৌর শহরের লামাবাজার এলাকায় জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে শুরু হয় পথসভা। ওই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী ও বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী। নেতৃবৃন্দ বক্তব্যে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিষোদ্গার করেন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ফের সভায় হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় হামলার ঘটনায় বিয়ানীবাজার পৌর শহরে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা উস্কানিমূলক মিছিল দিয়ে পৌর শহরের শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে ছাত্রলীগ সেটি প্রতিহত করেছে। ছাত্রলীগের অবস্থান দেখেই বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা শহর ছেড়ে পালিয়ে যান।’

সিলেটে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ : সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনার গাড়িতে হামলা হয়েছে। গণসমাবেশ সামনে রেখে গতকাল বিকেলে উপজেলায় লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ বিএনপির। বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দয়ামীর বাজারে লিফলেট বিতরণ করতে যান। সেখানে লিফলেট বিতরণকালে তার সঙ্গে থাকা ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, গতকাল বিকালে উপজেলার গোয়ালাবাজারে তাহসীনা রুশদীর নেতৃত্বে গণসমাবেশের প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শেষ হওয়ার পর বিকাল ৪টার দিকে তাহসীনা রুশদী তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। এ সময় ছাত্রলীগের স্থানীয় কিছু নেতা-কর্মী হামলা চালিয়ে তার গাড়ির কাচ ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ আহত হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাহসীনার গাড়িচালক দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। তাহসীনার ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক জানান, আটকরা হলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ছাত্রদলের নেতা নুরুল ইসলাম ও শাহেদ আহমদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তিনি বলেন, ওসমানীনগরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যত দূর শুনেছি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অন্য আরেকটি পক্ষ তাহসীনা রুশদীর গাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মীর সম্পৃক্ততা নেই।  স্থানীয় বিএনপির নেতারা জানান, গোয়ালাবাজার এলাকা থেকে ফিরে উপজেলার তাজপুর বাজারে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করেন তাহসীনা। এরপর তিনি দয়ামীর বাজারে যান। সেখানে স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাহসীনার সঙ্গে থাকা ছাত্রদলের তিন নেতাকে আটক করে নিয়ে যায়।

সর্বশেষ খবর