শিরোনাম
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্র পুনরুদ্ধারই লক্ষ্য বিএনপির

------- আসাদুল হাবিব দুলু

গণতন্ত্র পুনরুদ্ধারই লক্ষ্য বিএনপির

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য। গুম, খুন ছাড়া দেশের মানুষকে এই সরকার কিছুই দিতে পারেনি। এ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে বিএনপি নেতা-কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এখানে নেতা-কর্মী সংখ্যা বেশি, পদ-পদবি কম। এখানে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। তিনি বলেন, লালমনিরহাটে আমাদের দলে কোনো দিন পদ-পদবির জন্য একজন কর্মী আরেকজন কর্মীর ওপর ঢিল ছুড়েছে এমন নজির নেই। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। তিনি বলেন, লালমনিরহাট জেলা বিএনপিতে পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা ইউনিট রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রায় সব ইউনিটের সম্মেলন হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি সম্মেলন হবে। এরপর জেলা বিএনপির সম্মেলন হবে। সাবেক মন্ত্রী আরও বলেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রপ্রধান বলেননি, তার রাষ্ট্রে দুর্ভিক্ষ আসতে পারে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সামনে দুর্ভিক্ষ আসছে। কারণ তিনি জানেন, বাংলাদেশের কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ নেতারা এখন আর ঘুষ বা কমিশন বাণিজ্যের টাকা নেন না, তারা ডলার নেন।

সর্বশেষ খবর