বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে বিরত থাকুন : কাদের

নিজস্ব প্রতিবেদক

দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ’। গতকাল বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিহত ব্যক্তি সম্মেলনের ধারে-কাছে ছিলেন না। তিনি বাড়িতে ছিলেন। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি মৃত। এটাকে এখন বলা হচ্ছে আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে। তিনি বলেন, উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্রিকায় দেখলাম একজন মারা গেছে। খবরটা প্রথম পাতায় উঠে এসেছে। সম্মেলনের আশপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...। সাংবাদিকদের ‘বন্ধু’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘এভাবে যদি নিউজ করেন, পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে, সেক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন।’ বৈঠক শেষে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আগামীকাল (আজ) থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন; তারা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। তবে আবেদনকারীকে বায়োমেট্রিক্স প্রদানসহ পরীক্ষার জন্য একবার বিআরটিএতে আসতে হবে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান প্রমুখ।

সর্বশেষ খবর