শিরোনাম
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্লাইমেট ইন্স্যুরেন্সের দাবি ক্ষতিগ্রস্ত দেশের

আকতারুজ্জামান, মিসর থেকে

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্লাইমেট ইন্স্যুরেন্সের দাবি জোরালোভাবে উত্থাপন করেছে। কার্বন নিঃসরণের শীর্ষে থাকা উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোকে এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবে। মিসরের পর্যটন নগরী শারম আল শেখে চলমান আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ ২৭) গতকালের আলোচনায় এ বিষয়টি উঠে আসে। গত ৬ নভেম্বর শুরু হওয়া ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী ১৮ নভেম্বর।

গতকাল সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়ন তিনটি সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন  নাহার, একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী অংশ নেন। সাবের হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যারা যে অঙ্গীকার করবে সেটি বাস্তবায়নে যেন বাধ্যবাধকতা থাকে সে ব্যাপারে জোর দিতে হবে। তিনি বলেন, কার্বন নিঃসরণের হার সীমিত রাখতে হবে, যেন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়- সেটি নিশ্চিত করতে হবে। ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে আমরা কথা বলছি কিন্তু এর সংজ্ঞা এখনো নির্ধারণ করা হয়নি। এর সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। ‘লিড এডাপটেশন ইনিশিয়েটিভ বাংলাদেশ থ্রো লোকাল গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেটিভ ক্লাইমেট ফিনান্সিং’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি ইন্স্যুরেন্স দরকার। কারণ ক্ষতিগ্রস্তরা তো আর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারবে না। তেমনি যাদের কারণে পরিবেশের বিপর্যয় সেই উন্নত দেশগুলোকে স্বল্পোন্নত দেশের ক্ষতি মোকাবিলায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে।

সর্বশেষ খবর