বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণে দুই সিট দূরে রিপাবলিকানরা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে দুটি আসন দূরে রয়েছে রিপাবলিকানরা। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। সিবিএস নিউজের তথ্যানুসারে তারা ইতোমধ্যে ২১৬ আসন নিশ্চিত করেছে। ডেমোক্র্যাটরা পেয়েছে ২১১ সিট। যদিও গার্ডিয়ান জানিয়েছে, রিপাবলিকানরা ২১৭ আসন নিশ্চিত করেছে। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। সূত্র : সিবিএস নিউজ, দ্যা গার্ডিয়ান।

প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিনিধি পরিষদে আটটি আসনের ফল এখন জানা যায়নি। এদিকে, সিনেট নির্বাচনে জর্জিয়ায় কোনো দল ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। তবে এই ভোট রিপাবলিকানদের ঘরে গেলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং’ ভোট রয়েছে। যা সিনেটে সুবিধা দেবে ডেমোক্র্যাটদের। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসনে এবং সিনেটের এক তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়েছে। কংগ্রেসের পাশাপাশি অধিকাংশ অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনও হয়েছে।

সর্বশেষ খবর