শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকার মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী। তিনি বলেন, কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কাজ করা কর্মীরা।
পরে তারা ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যান।
পাজালকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, আমরা এখন আতঙ্কে আছি। কিভাবে এত বড় একটি কুমির আসল। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এতে তো কুমির থাকার কথা নয়। এ ধরনের কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।