রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে

শামছুল হক

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক বলেছেন, জয়পুরহাট এখনো আগের মতোই বিএনপির ঘাঁটি। নিরপেক্ষ নির্বাচন দিলেই বিগত দিনের মতো দুটি আসন বিএনপির দখলে থাকবে। এ জেলায় বিএনপি সাংগঠনিকভাবে কখনই দুর্বল ছিল না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চলমান আন্দোলনের মাধ্যমে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে এখন বিএনপির নেতা-কর্মীরা অনেক বেশি উজ্জীবিত। অধ্যক্ষ শামছুল হক আরও বলেন, আমি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব  নেওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটের পাঁচটি উপজেলা, পাঁচটি পৌরসভা ৩২টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দুই বছর ধরে সংগঠনকে পুনর্গঠন করেছি। আমাদের কার্যক্রম  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন সার্বক্ষণিক মনিটরিং করেছেন। ফলে জেল-জুলুম, অসংখ্য মিথ্যা মামলা এবং আওয়ামী লীগ ও পুলিশের অপতৎপরতা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা চলমান কর্মসূচিগুলোতে সরব উপস্থিত হচ্ছেন। তিনি উল্লেখ করেন, দেশে আজ বাকস্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, মৌলিক অধিকার ভূলুণ্ঠিত। লোডশেডিং আর লাগামহীন দ্রব্যমূল্যে জনগণের ভিতর নাভিশ্বাস তৈরি হয়েছে। এ অবস্থায় জনগণের দল বিএনপি ঘরে বসে থাকতে পারে না। তিনি বলেন, ‘তাই আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে মানুষকে বাঁচাতে রাস্তায় নেমেছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারপর আমরা ঘরে ফিরব।’

সর্বশেষ খবর