রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোটে আস্থা ফেরাতে স্বচ্ছ রাজনীতি জরুরি

তিতাস মোস্তফা

ভোটে আস্থা ফেরাতে স্বচ্ছ রাজনীতি জরুরি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা বলেছেন, বিএনপি-আওয়ামী লীগের রাজনীতি মানুষের মাঝে ভোটের ওপর অনাস্থা এনে দিয়েছে। তাই ভোটের ওপর তাদের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ রাজনীতির প্রয়োজন, আর এ রাজনীতি কেবল জাতীয় পার্টিই দিতে পারে। তিনি বলেন, সাধারণ মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে চান না। আর সেই কারণেই সারা দেশে দুই দলের হতাশ নেতা-কর্মীরা দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছেন। বিএনপির মতো বর্তমান আওয়ামী লীগ সরকারও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জাতীয় পার্টিই আবার সরকার গঠন করবে। তিতাস মোস্তফা আরও বলেন, সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাট কৃষিনির্ভর। এখানে পোলট্রি শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানকার একমাত্র চিনিকল ও কিছু ফিডমিল আমাদের গুরুত্বপূর্ণ শিল্প। এসব শিল্পকে চাঙা করতে জাতীয় পার্টিকে প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে-২০১৪ সালে মহাজোটের প্রার্থী ছিলাম। বিনা ভোটের এমপি হতে চাইনি বলে প্রার্থিতা প্রত্যাহার করেছি। ২০১৮ সালের অব্যবস্থাপনার নির্বাচন বর্জন করি। আমি জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, উজপাব-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং এখনো বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় আছি।’ তিনি বলেন, ‘জি এম কাদেরের মতো স্বচ্ছ নেতৃত্বের প্রতি এখানকার নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। এ কারণেই এখানে আমাদের দলে অনেক নতুন মুখ যোগদান করেছে এবং করছে।’ তিতাস মোস্তফা বলেন, আগামী নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ পরিবর্তন আনবে। আর মানুষ সুস্থ রাজনীতির জন্য অন্য কোনো মার্কার কথা ভাববে না। কারণ আমরাই কোন্দলমুক্ত একটি রাজনৈতিক দল, যারা মানুষের উন্নয়ন অধিকার আদায়ে বদ্ধপরিকর।

 

সর্বশেষ খবর