রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা ভাঙচুর

বিএনপি বলেছে নাটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় সংঘটিত ঘটনায় বন্দর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, বিএনপি-জামায়াত শিবির চক্র ঈর্ষান্বিত হয়ে দলীয় কার্যালয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক নূর মুহাম্মদ পনেছ ও মুকুলের ভাই মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান দুলাল। মো. সোহেল নামে এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে গতকাল বন্দর মডেল থানায় মামলাটি করেছেন। ১০ ডিসেম্বরের ঢাকার সমাবেশ ঘিরে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতেই এই নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছে আসামি পক্ষ। আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা জানিয়ে বন্দর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক আলী আঙ্গুর জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার কবিলের মোড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে ঢুকে তিন মুখোশধারী আসবাবপত্র, চেয়ারসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। ওই সময় লোক মারফতে সংবাদ পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হতে শুরু করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কৌশলে পালিয়ে যায়। ওই সময় আওয়ামী লীগ কার্যালয়ে রাস্তার বিপরীতে মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসভবনে স্থানীয় বিএনপি প্রস্তুতিমূলক সভা করে। এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল জানান, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে দ্রুত কার্যালয়ের সামনে এসে দেখি হামলাকারীরা কৌশলে পালিয়ে যাচ্ছে। মামলার প্রধান আসামি বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও  মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান মুকুল বলেন, বিএনপি নেতা-কর্মীরা কি এতই পাগল যে, এই মুহূর্তে আওয়ামী লীগ অফিসে হামলা করবে? ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতেই এই নাটক সাজানো হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সরকার ভীত হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এটি একটি সাজানো মামলা। এ বিষয়ে বন্দর থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক জানান, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে চারজনকে আটক করা হয়।

 

সর্বশেষ খবর