রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

টেঁটা হামলায় একজন নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা হামলায় আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০জন।

গতকাল সকাল ৭ টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আজগর ওই গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে। আহতদের মধ্যে জামির আলী (৬০), শাহীন মিয়া (২৬), বাচ্চু মিয়া (৪৫), চান মিয়া (৬০) ও লিয়াকত আলীর (৩০) নাম জানা গেছে। জানা গেছে, গত ইউপি নির্বাচনে শ্রীনগর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম ও আবদুল খালেক। নির্বাচনে আবদুল খালেক জয়ী হন। এরই চাপা ক্ষোভে গত ১৩ জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। এতে মফিজ উদ্দিন নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় নিহত মফিজ শাহ আলমের সমর্থক। এরই জেরে আবদুল খালেকের সমর্থকদের অর্ধ শতাধিক কাঁচা-পাকা বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর প্রায় ৪ মাস এলাকাছাড়া ছিলেন খালেকের সমর্থকরা। এরই জের ধরে গতকাল খালেকের সমর্থকরা নিজ এলাকায় প্রবেশ করতে চাইলে শাহ আলমের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত আজগর আবদুল খালেকের সমর্থক। রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই মো. নাসির বলেন, নিহত আজগর আলীর শরীরে টেঁটার ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর