রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

ট্রাম্পের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ বাইডেনের

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

মার-এ-লাগোর বাসা থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার এবং ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্তে গভীর পর্যবেক্ষণ করার জন্য হেগে অবস্থিত ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল’-এর খ্যাতনামা আইনজীবী জ্যাক স্মিথকে নিয়োগের ঘোষণা দিলেন বাইডেনের আইনমন্ত্রী তথা অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। শুক্রবার ‘বিশেষ কাউন্সেল’ নিয়োগের এ ঘোষণা প্রদান করার পর মার্কিন রাজনীতিতে সামনের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব-নিকাশে নতুন মোড় নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার তিন দিনের মাথায় তার বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটনের চলমান তদন্তে মনিটরিংয়ের জন্য জ্যাক স্মিথকে নিয়োগ করা হলো ‘স্পেশাল কাউন্সেল’ হিসেবে। অ্যাটর্নি জ্যাক স্মিথ  হেগে যোগদানের আগে বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্র ফেডারেল কোর্টে পেশাগত দায়িত্ব পালন করেছেন বিশেষ কৃতিত্বের সঙ্গে। বিচার বিভাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল গারল্যান্ড বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সামনের নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। একই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও পুনরায় প্রার্থী হওয়ার মনোবাঞ্ছা পোষণ করেছেন। তাই জনস্বার্থে আমাকে স্পেশাল কাউন্সেল নিয়োগ করতে হলো।

সর্বশেষ খবর