রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা চালিয়ে দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। গতকাল রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তৃতীয় লিঙ্গের একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিএমপির উত্তর জোনের উপকমিশনার মোখলেসুর রহমান বলেন, ‘রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামিদের ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা চালায় মাদক ব্যবসায়ীদের সহযোগীরা। তারা ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। তাদের হামলায় আহত হন তিন পুলিশ সদস্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওইখানে কেউ নিহত হয়েছে কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে একজন নিহত হয়েছেন এমন কথা আমরাও শুনেছি।’ স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতে হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন কালুরঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান। তাদের ফাঁড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায় তৃতীয় লিঙ্গের লোকজন। তারা এ সময় সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হানিফের বোন নাজমা গুলিবিদ্ধ এবং তিন পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।

সর্বশেষ খবর