বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্লোর প্রাইস রিভিউ করা দরকার

------ আবু আহমেদ

ফ্লোর প্রাইস রিভিউ করা দরকার

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। নানা খাতে নাজুক অবস্থায় আছি আমরা। ব্যাংকিং খাতের বিনিয়োগ, ঋণ সুদের পরিস্থিতি খুবই নাজুক। ডলার সংকট, রেমিট্যান্স কমে যাওয়ায় প্রবৃদ্ধি অবনতি হচ্ছে। এ পরিস্থিতি থাকলে শেয়ারবাজার কীভাবে ভালো থাকবে? তিনি বলেন, অর্থনীতির সব খাত যখন ভালো থাকে শেয়ারবাজারও ভালো থাকবে। তারপরেও বর্তমান শেয়ারবাজারে ফ্লোর প্রাইসের কারণে লেনদেন হার কমেছে। এটা এখন রিভিউ করার সময় হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনকে আবু আহমেদ বলেন, শেয়ারের দর কমার সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইসের কারণে অনেকে শেয়ার বিক্রি করতে পারছেন না। ১০ শতাংশ কমে ব্লক মার্কেটে কেনাবেচা করা যায়। তবে সেখানে বিনিয়োগে কমপক্ষে ৫ লাখ টাকা লাগে। বাজার পরিস্থিতি যেহেতু খারাপ তাই ফ্লোর প্রাইস উঠিয়ে না দিলেও এখন এটাকে রিভিউ করা দরকার। ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ কমিয়ে ২ লাখ টাকা করা যেতে পারে। তিনি আরও বলেন, এখন যাদের হাতে অনেক টাকা আছে তারা কিছুটা অ্যাকটিভ। বাকিরা বসে আছেন। নতুন বিনিয়োগ করতে পারছেন না। বিনিয়োগের সুযোগ বাড়ানো দরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর