মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শোষণ-বঞ্চনার প্রতিবাদে সোচ্চার বিএনপি

শরীফ রফিকউজ্জামান

শোষণ-বঞ্চনার প্রতিবাদে সোচ্চার বিএনপি

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান বলেছেন, ‘জাতির এক মহা ক্রান্তিলগ্নে আলোর বাতিঘর হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেশপ্রেম, সততা ও ধর্মীয় মূল্যবোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে শোষণ-বঞ্চনার প্রতিবাদে মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে লক্ষ-কোটি জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলেছে। গোপালগঞ্জ জেলা বিএনপি এ ক্ষেত্রে পিছিয়ে নেই। বরং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনেক বেশি সংগঠিত ও উজ্জীবিত।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শরীফ রফিকউজ্জামান বলেন, দলে কোনো গ্রুপিং বা কোন্দল নেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং সাংগঠনিক কর্মসূচি পালনে পুলিশই আমাদের প্রধান অন্তরায়। শত বাধা উপেক্ষা করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং বিএনপির কলেবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি করা হচ্ছে। সব শেষে জেলা সম্মেলনও প্রক্রিয়াধীন আছে। বাস্তবতার বিবেচনায় গোপালগঞ্জ একটি বিশেষ কারণে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা বলে পরিচিত। এর পরও এ জেলায় দুবার দুটি আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক জোর দিয়ে আরও উল্লেখ করেন, সর্বগ্রাসী দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বর্তমান নিশিরাতের কর্তৃত্ববাদী সরকার থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাতে আগামীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বড় ব্যবধানে জয়ী হয়েই সরকার গঠন করবে।

 

 

সর্বশেষ খবর