মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সুশাসনের প্রত্যয় নিয়ে নির্বাচন প্রস্তুতিতে জাসদ

সেখ মাসুদুর রহমান

সুশাসনের প্রত্যয় নিয়ে নির্বাচন প্রস্তুতিতে জাসদ

গোপালগঞ্জ জেলা জাসদ (ইনু) সভাপতি সেখ মাসুদুর রহমান বলেছেন, ‘জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি, দুর্নীতির প্রতিবাদ ও সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাসদ। বৈশ্বিক মহামারি কভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ¦ালানি, খাদ্য, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ নাজেহাল হয়ে পড়েছে। মজুদদার সিন্ডিকেট আর আমলাতন্ত্রের বেড়াজালের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে সুমহান মুক্তিযুদ্ধের স্বাদ ও চেতনা ভূলুণ্ঠিত হয়ে যাবে। তাই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাসদ ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। সেখ মাসুদুর রহমান বলেন, জাসদ মনে করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির-হেফাজত চক্র বিএনপির ঘাড়ে পা রেখে আগামী নির্বাচনে একটি অস্বাভাবিক সরকার কায়েম করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে তালেবানি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। স্বাধীনতার ৫০ বছর পার করে ওই চক্রকে এ সুযোগ দেওয়া যায় না বিধায় ঐক্যবদ্ধভাবে ১৪ দলকে আরও শক্তিশালী করে জাতীয় সংসদ নির্বাচন করে জঙ্গিবাদী জামায়াত-হেফাজত-বিএনপিকে চিরতরে নির্বাসনে পাঠাতে হবে। তিনি বলেন, একুশ শতকে অগ্রসরমান দুনিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশে আজ আবারও সুমহান মুক্তিযুদ্ধের মতো একটি পুনর্জাগরণ প্রয়োজন। তাই বৈশ্বিক এই মহাসংকটের মধ্যে জাসদের আহ্বান- খাদ্য, জ¦ালানি, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং দুর্নীতি, লুটপাট, দলবাজি, আমলাতন্ত্র, গুণ্ডাতন্ত্র রোখো, সুশাসন কায়েম করো।

 

সর্বশেষ খবর