মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দুই গ্রুপের সংঘর্ষে কৃষক লীগের কাউন্সিল পণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল হামলায় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল পণ্ড  হয়ে গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরুর প্রাক্কালে মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের লোকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ভাঙচুরসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সভাস্থল ত্যাগ করে চলে যান। এর প্রায় ১৫ মিনিট পর শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকার দুজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে মঞ্চের প্রায় ১০০ গজ দূরে বড় ইন্দারা মোড়ে পর পর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র কাউন্সিল স্থগিত করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে পুলিশ প্রহরায় সার্কিট হাউসে পৌঁছে দেওয়া হয়। কাউন্সিলে উপস্থিত ছিলেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক হয়নি এবং এতে দলই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বলেন, একজন বহিরাগত ব্যক্তির ইশারায় মঞ্চে ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এতে দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীরা লাভবান হবে এবং ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মো. মোখলেসুর রহমান বলেন, মঞ্চে বসাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহেমদ শিমুল ও মেয়র সম্পর্কে অশালীন মন্তব্য করায় এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে।

 

সর্বশেষ খবর