মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশে ৫.১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল ও ঢাকায় এর প্রভাবে মৃদু কম্পন হয়েছে। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, ‘এটি মাঝারি মানের ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে এর প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’ ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটির উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ থেকে বেশি কাছে ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। সাগরে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সর্বশেষ খবর