মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গাড়ির টায়ারে রুপি

কলকাতা প্রতিনিধি

ফের রুপির পাহাড়ের সন্ধান পাওয়া গেল পশ্চিমবঙ্গে। অভিনব কায়দায় গাড়ির টায়ারে ঢুকিয়ে রাখা রুপি পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে পাঁচ দুর্বৃত্ত। রবিবার জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নম্বর প্লেট দেখে মনে করা হচ্ছে ওই গাড়িটি বিহারের পূর্ণিয়ার। যাচ্ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে। গোপন সূত্রে খবর পেয়ে তেলিপাড়া চৌপথি এলাকায় এশিয়ান হাইওয়েতে সতর্ক ছিল পুলিশ। সন্দেহের বশে বেশ কিছু গাড়িতে তল্লাশি করা হয়। কালো রঙের একটি গাড়ির ভিতরে থাকা পাঁচজনকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরই ওই গাড়িটিতে তল্লাশি চালানোর সময় অতিরিক্ত একটি চাকা লক্ষ্য করেন পুলিশ কর্মকর্তারা। চাকাটা খুলতেই চোখ ছানাবড়া তাদের। বিপুল পরিমাণ টাকা গুনতে সাহায্য চাওয়া হয় ব্যাংকের কর্মীদের। রাতভর তা গোনা হয়। পাওয়া যায় ৯৪টি বান্ডেল যার মোট পরিমাণ ৯৩ লাখ ৮৩ হাজার রুপি। তবে এত রুপি কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো পরিষ্কার নয়। সবটাই খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। উল্লেখ্য, গত ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চ্যাটার্জির টালিগঞ্জের অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২০ কোটি রুপি। ওই ঘটনার ছয় দিন পর ২৮ জুলাই অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লাখ রুপি। এরপর ৩০ জুলাই পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের টিম কংগ্রেসের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৫০ লাখ রুপি। পরে ওই তিন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। এর পর গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিতে আমির খান নামের এক ব্যবসায়ীর ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১৭ কোটি ৩২ লাখ রুপি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর