সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম। ১৯৪৭ সালে সিলেট যুক্ত হয় তৎকালীন পাকিস্তানের সঙ্গে। তবে সীমান্তরেখা আলাদা করলেও আসামের সঙ্গে থেকে যায় সিলেটবাসীর আত্মিক সম্পর্ক। এখনো সেই সম্পর্ক বিদ্যমান। সিলেট ও আসামের ভাষা-সংস্কৃতি প্রায় একই। সিলেটের কেউ আসাম বেড়াতে গেলে খুঁজে পান হারিয়ে যাওয়া আঞ্চলিক আদিভাষা। প্রতি বছরই দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীর মিলনমেলা বসে এপার-ওপারে। ব্যবসা-বাণিজ্যেও রয়েছে দুই সীমান্তপারের মানুষের জোরালো সম্পর্ক; যা আরও দৃঢ় করতে প্রথমবার আসামের শিলচরে আয়োজন করা হয়েছিল ‘সিলেট-শিলচর উৎসব’। ২-৪ ডিসেম্বর এ উৎসবে বসেছিল ‘সিলেটীদের’ মিলনমেলা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন মন্ত্রীসহ কয়েক শ অতিথি। ভারতের আসামেরও বেশ কয়েকজন মন্ত্রী ও এমএলএ অংশ নেন এ উৎসবে। সিলেট ও আসামের সম্পর্ক অটুট রাখতে উৎসবে দুই অঞ্চলের মানুষের মধ্যে সেতুবন্ধ আরও দৃঢ় করতে জোর দেওয়া হয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে। সিলেট-শিলচর বাস এবং গুয়াহাটি-সিলেট-ঢাকা ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশ ও আসামের মন্ত্রীরা। নিজ নিজ সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন তাঁরা। উৎসবে দুই দেশের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, আসামের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ও শিলচরের সংসদ সদস্য ড. রাজদীপ রায়। ‘সিলেট-শিলচর উৎসব’ সিলেটীদের প্রাণের মেলায় পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সিলেট-শিলচর বাস চলাচল শিগগিরই শুরু হবে। এ সময় আসাম ও সিলেটের মধ্যে ফ্লাইট চালুতে গুরুত্ব দেন ড. মোমেন। আসামের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়। শিলচর-সিলেট বাস ও গুয়াহাটি-সিলেট-ঢাকা বিমান চলাচল শিগগিরই চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাবে আসাম সরকার। শিলচরের সংসদ সদস্য ড. রাজদীপ রায় বলেন, গুয়াহাটি-সিলেট-ঢাকা ফ্লাইট চালু হলে সিলেট ও আসামের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হবে।
শিরোনাম
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে