বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বাস যাবে শিলচর ফ্লাইট ওড়বে গুয়াহাটি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম। ১৯৪৭ সালে সিলেট যুক্ত হয় তৎকালীন পাকিস্তানের সঙ্গে। তবে সীমান্তরেখা আলাদা করলেও আসামের সঙ্গে থেকে যায় সিলেটবাসীর আত্মিক সম্পর্ক। এখনো সেই সম্পর্ক বিদ্যমান। সিলেট ও আসামের ভাষা-সংস্কৃতি প্রায় একই। সিলেটের কেউ আসাম বেড়াতে গেলে খুঁজে পান হারিয়ে যাওয়া আঞ্চলিক আদিভাষা। প্রতি বছরই দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীর মিলনমেলা বসে এপার-ওপারে। ব্যবসা-বাণিজ্যেও রয়েছে দুই সীমান্তপারের মানুষের জোরালো সম্পর্ক; যা আরও দৃঢ় করতে প্রথমবার আসামের শিলচরে আয়োজন করা হয়েছিল ‘সিলেট-শিলচর উৎসব’। ২-৪ ডিসেম্বর এ উৎসবে বসেছিল ‘সিলেটীদের’ মিলনমেলা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন মন্ত্রীসহ কয়েক শ অতিথি। ভারতের আসামেরও বেশ কয়েকজন মন্ত্রী ও এমএলএ অংশ নেন এ উৎসবে। সিলেট ও আসামের সম্পর্ক অটুট রাখতে উৎসবে দুই অঞ্চলের মানুষের মধ্যে সেতুবন্ধ আরও দৃঢ় করতে জোর দেওয়া হয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে। সিলেট-শিলচর বাস এবং গুয়াহাটি-সিলেট-ঢাকা ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশ ও আসামের মন্ত্রীরা। নিজ নিজ সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন তাঁরা। উৎসবে দুই দেশের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, আসামের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ও শিলচরের সংসদ সদস্য ড. রাজদীপ রায়। ‘সিলেট-শিলচর উৎসব’ সিলেটীদের প্রাণের মেলায় পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সিলেট-শিলচর বাস চলাচল শিগগিরই শুরু হবে। এ সময় আসাম ও সিলেটের মধ্যে ফ্লাইট চালুতে গুরুত্ব দেন ড. মোমেন। আসামের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়। শিলচর-সিলেট বাস ও গুয়াহাটি-সিলেট-ঢাকা বিমান চলাচল শিগগিরই চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাবে আসাম সরকার। শিলচরের সংসদ সদস্য ড. রাজদীপ রায় বলেন, গুয়াহাটি-সিলেট-ঢাকা ফ্লাইট চালু হলে সিলেট ও আসামের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হবে।

সর্বশেষ খবর