বাংলাদেশে ক্ষুদ্রঋণকে শক্তিশালী করার জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। গতকাল এই ঋণের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এই ঋণ বাংলাদেশের নারী উদ্যোক্তা এবং উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোগে দেওয়া হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই তহবিল থেকে তারল্য সরবরাহ করা হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ক্ষুদ্র উদ্যোগগুলা কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ দারিদ্র্য হ্রাস এবং নগর-গ্রামীণ অর্থনৈতিক বৈষম্য কমাতে কার্যকর হাতিয়ার।
তিনি বলেন, ‘কভিড-১৯ মহামারি থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ক্ষুদ্রঋণকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর তহবিল বাড়ানোর পাশাপাশি ঋণ ঝুঁকি হ্রাস করবে।