বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা চান ৪৭ ভাগ আমেরিকান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ১০ মাসে পড়ল। এ যুদ্ধ বন্ধের পক্ষে ৪৭ ভাগ আমেরিকান। তারা কিয়েভকে শিগগিরই সমঝোতার আহ্বান জানিয়েছেন। ‘শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স’ পরিচালিত এক গবেষণা-জরিপে এমন অভিমত দিয়েছেন এসব আমেরিকান। সোমবার এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়। এই জরিপে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ অবশ্য উল্লেখ করেছেন, ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা অব্যাহত রাখা হোক। রাশিয়ার সঙ্গে আলোচনাক্রমে যুদ্ধ বন্ধের পরামর্শ প্রদানকারীদের ৫৩ শতাংশ হলেন ডেমোক্র্যাট। রিপাবলিকানদের ২৯ শতাংশ বলেছেন, ক্রমান্বয়ে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের ধারা অনুসরণ করা উচিত। রিপাবলিকানদের ২৫ শতাংশ ইউক্রেনের পক্ষে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রসহ মিত্র শক্তির দ্রুত পদক্ষেপের পক্ষপাতি। এই জরিপ তথ্যমতে, দুই তৃতীয়াংশেরও অধিক আমেরিকান চান ইউক্রেনকে আরও বেশি সমরাস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হোক। ৭৫ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের আরও বেশি রিফিউজি নেওয়া দরকার ইউক্রেন থেকে। রাশিয়ার বিরুদ্ধে অবরোধের মাত্রা তীব্র করার পরামর্শ দিয়েছেন ৭৫ শতাংশ আমেরিকান।

সর্বশেষ খবর