মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সব উপনির্বাচনে অংশ নিতে জাপার শর্ত

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সব উপনির্বাচনেই অংশ নেবে বলে শর্ত দিয়েছে জাতীয় পার্টি। অন্যথায় পরবর্তী উপনির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা সিদ্ধান্ত নেবে। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও সিদ্ধান্ত হয়, নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। এ ছাড়া আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিনিয়র কো-চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ. তাজ রহমান, নাসরিন জাহান রতনা, শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর