বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার ঘটনায় বছরব্যাপী তদন্ত শেষে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছেন উল্লেখ  করে প্রতিবেদন জমা দিয়েছে। ১৯ ডিসেম্বর বিচার বিভাগে প্রতিবেদনটি জমা দেয় সিলেক্ট কমিটি। এতে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করবে কি না তা নির্ভর করছে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের ওপর। রিপোর্ট সূত্রে জানা গেছে, সিলেক্ট কমিটিতে উভয় দলের কংগ্রেসম্যানরাই ছিলেন। এর মধ্যে কমিটির প্রভাবশালী সদস্য (ডেমোক্র্যাট) অ্যাডাম সিফ মনে করেন, ট্রাম্প নানাভাবে গুরুতর অপরাধ করেছেন। এ জন্য ট্রাম্পকে বিচারে সোপর্দ করা উচিত। সিলেক্ট কমিটির এমন সুপারিশ বিচার বিভাগে জমা দেওয়ার খবর পেয়ে ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার ‘ট্রুথ সোশ্যাল পেজ’-এ। এতে ট্রাম্প উল্লেখ করেন, ‘দলীয় কমিটি দিয়ে ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে ভুয়া অভিযোগনামা তৈরির চেষ্টা করেছে।’ ট্রাম্প লিখেছেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি প্রার্থী হলেই জিতে যাব। এ জন্য ওরা আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে।’ ট্রাম্প দাবি করেন, মার্কিনীরা ভালো করেই জানেন যে, ৬ জানুয়ারির দাঙা বন্ধে তিনি ২০ হাজার সৈন্য পাঠানোর চেষ্টা করেছেন। পাশাপাশি টিভির মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছি ঘরে ফিরে যাওয়ার জন্য।

সর্বশেষ খবর