চীন, ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন উপধরন ‘বিএফ-৭’ দেশেও পাওয়া গেছে। চীনফেরত এক যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে এ উপধরন। এর মধ্যেই চীন থেকে ভারত, জাপানসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে এ উপধরন। আক্রান্ত এক ব্যক্তি থেকে ১৮ জনকে আক্রান্ত করার সক্ষমতা থাকায় করোনার এ উপধরনকে অতিসংক্রামক বলছেন বিশেষজ্ঞরা। তবে আক্রান্ত ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কি না এখন পর্যন্ত সে রকম তথ্য মেলেনি জানিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। মতামত নিয়েছেন জয়শ্রী ভাদুড়ী
► বয়স্ক-অসুস্থদের বিপদ ডেকে আনতে পারে