মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অতিসংক্রামক করোনার ধরনে সতর্কতা

চীন, ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন উপধরন ‘বিএফ-৭’ দেশেও পাওয়া গেছে। চীনফেরত এক যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে এ উপধরন। এর মধ্যেই চীন থেকে ভারত, জাপানসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে এ উপধরন। আক্রান্ত এক ব্যক্তি থেকে ১৮ জনকে আক্রান্ত করার সক্ষমতা থাকায় করোনার এ উপধরনকে অতিসংক্রামক বলছেন বিশেষজ্ঞরা। তবে আক্রান্ত ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কি না এখন পর্যন্ত সে রকম তথ্য মেলেনি জানিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। মতামত নিয়েছেন জয়শ্রী ভাদুড়ী

বন্দরে সতর্ক নজর রাখতে হবে

মারাত্মক নয় তবে অতিসংক্রামক

বয়স্ক-অসুস্থদের বিপদ ডেকে আনতে পারে

 

সর্বশেষ খবর