মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘরছাড়া ৯ তরুণ তরুণীকে ফেরাল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে বিভিন্ন কনটেন্ট থেকে ধর্মীয় অপব্যাখ্যার শিকার হয়ে হিজরতের উদ্দেশ্যে ঘরছাড়া নয় তরুণ-তরুণীকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর করেছে র‌্যাব। তারা হলেন- আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, ফারুক হোসেন, আলিফ খান, মুফলিয়া আক্তার, তাজকিয়া তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, রুনা আক্তার ও কানিজ ফাতিমা ইফতি। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করেছে সংস্থাটি। রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে গতকাল জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়ে যাওয়া ওই নয় তরুণ-তরুণীকে পরিবারে হস্তান্তরের জন্য ‘নবদিগন্তের পথে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই তরুণ-তরুণীরা জানান, বিভিন্নজনের মাধ্যমে তারা একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন। ওই গ্রুপে তাদের একজন নেতা ছিলেন, যিনি গ্রুপে হিজরতের গুরুত্বসহ নানা ইসলামী কনটেন্ট শেয়ার করতেন। এসব দেখে তারা হিজরতের পরিকল্পনা করে ঘর ছাড়েন। চট্টগ্রামে গিয়ে নির্জন স্থান না পেয়ে তারা একটি হোটেলে ওঠেন। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করার পর তারা নিজেদের ভুল বুঝতে পারেন। এরপর তাদের কাউন্সেলিং করে পরিবারে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ওই তরুণ-তরুণীদের ফুলেল শুভে"ছা ও বই উপহার দেন। তাদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়।

 

 

সর্বশেষ খবর