মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বৈষম্যহীন দেশ নির্মাণে আন্দোলন

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন দেশ নির্মাণে আন্দোলন

রাজধানীতে গতকাল ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনে আগতরা -বাংলাদেশ প্রতিদিন

বৈষম্যহীন উন্নত বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের সম্পদ বানের ঢলের মতো বাইরে পাচার হয়ে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বৈষম্যের বীভৎস দৃশ্যে মানবতা লজ্জা পায়। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একের পর এক কালাকানুন করে গোটা দেশকেই জেলখানা বানানো হয়েছে।

গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আবারও ইসলামী আন্দোলনের আমির নির্বাচিত হয়েছেন। সম্মেলনে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ সৈয়দ ইবরাহিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ এম এম আলম, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান প্রমুখ।

কমিটি ঘোষণা : নবনির্বাচিত কমিটির নেতারা হলেন- নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ শেখ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

সর্বশেষ খবর