মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৫৮ কোটি টাকা আত্মসাতের বিষয়ে জানতে চান হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গঠন করা মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জানতে চেয়েছেন হাই কোর্ট। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন বা ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর এ অর্থ নিয়ে দুবাই  চলে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন আসার পর এ বিষয়ে পদক্ষেপ জানানোর আদেশ দিলেন আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি ও আইসিবিকে। একই সঙ্গে এ ঘটনায় সৈয়দ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি হয়েছে। ইউএফএসের মোট সাতটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড আছে। এর মধ্যে পাঁচটির কার্যক্রম চলছে। এগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। বাকি দুটি ফান্ড গঠন প্রক্রিয়াধীন। চলমান পাঁচ ফান্ডের আকার মোট ৪৪০ কোটি টাকা। এর মধ্যে ১৫৮ কোটি টাকা আত্মসাৎ করে কোম্পানির এমডির দুবাই পালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয় একটি জাতীয় দৈনিকে।

প্রতিবেদন অনুযায়ী তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। আর এ তহবিল সরানোর প্রক্রিয়া তিনিসহ একটি চক্র শুরু করে ২০১৮ সালেই।

প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের প্রতিবেদনে জালিয়াতি এবং ভুয়া এফডিআর (ফিক্সড ডিপোজিড রেট) দেখিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে অন্ধকারে রাখা হয়। এ ক্ষেত্রে আইসিবির ভূমিকাও রহস্যজনক। তারা চার বছর ধরেই ছিল নিষ্ক্রিয়। অডিট কোম্পানিও ভুয়া রিপোর্টকে বৈধতা দিয়েছে। বিএসইসির প্রাথমিক তদন্তে উঠে এসেছে এ তথ্য।

সর্বশেষ খবর