বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

১১২ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসবে। বাংলাদেশ নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে ১১২ কোটি ডলার প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল পেমেন্ট করা হয়েছে এবং আগামীকাল তা  সমন্বয় করা হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ সালের ২৮ ডিসেম্বর ৩৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালের আগস্টে রেকর্ড ৪৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি পেমেন্ট সেটেলমেন্ট ফোরাম। যেখানে বহুপক্ষীয় ভিত্তিতে অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে আন্তআঞ্চলিক লেনদেনের জন্য অর্থ প্রদান করে।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে লেনদেনের অর্থ প্রদানের বাধ্যবাধকতা আকু পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

সর্বশেষ খবর