শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর পাসপোর্ট অফিসের কাউন্টারে তাদের দেখে সন্দেহ হলে এবং নাম-ঠিকানা ঠিকমতো বলতে না পারায় সদর থানা পুলিশে তুলে দেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন। পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা যে রোহিঙ্গা তা নিশ্চিত হয়।

সদর থানা পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী-১-এর ডি-ব্লকে থাকেন। একজন ওই ব্লকের সৈয়দ আহম্মদ ও সৈয়দা খাতুনের মেয়ে খুরশিদা আক্তার (১৯) এবং অন্যজন ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯-এর তৈয়ব আলী ও আরফা বেগমের মেয়ে হাসিনা আক্তার বেবি (১৮)। সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন বলেন, হাসিনা আক্তার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের পিতা আজিজুল হক, মাতা নুরনেসা বেগম এবং খাদিজা আক্তার ওরফে খুরশিদা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চরগ্রামের পিতা ফয়জার শেখ, মাতা রাবেয়া খাতুন নামসহ জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন। তাদের সঙ্গে কথা বলে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদের কুড়িগ্রাম সদর থানা দেওয়া হয়।

সর্বশেষ খবর