সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢামেকে আগুন আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালের নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশ পথেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভিতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন। জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার জানান, শনিবার রাতে নিউমোনিয়াজনিত রোগে তার বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। তিনি জানান, অগ্নিকান্ডের সময় তার বাবাকে সিঁড়ি দিয়ে প্রচন্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন তার বোনের স্বামী রাকিব। এ সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে, তার দুই ফ্লোর ওপরেই ছিলেন ওই রোগী। রোগীর স্বজনরা যখন তাকে নিচে নিয়ে যেতে চেয়েছিলেন, তখন নার্সরা নিষেধ করেন। কিন্তু তারা (স্বজনরা) আতঙ্কগ্রস্ত হয়ে রোগীকে নিচে নিয়ে যান। এ সময় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর