শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

করোনায় তৈরি হওয়া জড়তা এখনো কাটেনি

------ কামরুন নাহার

করোনায় তৈরি হওয়া জড়তা এখনো কাটেনি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেছেন, ২০২২ সালে আইসিটি বিষয় বাদ দিয়ে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আর ২০২১ সালে পরীক্ষা হয়েছিল মাত্র তিনটি বিষয়ে। তাই আগের তুলনায় পাসের হার কিছুটা কম হলেও এ ফলাফল খারাপ বলব না। কারণ করোনায় তৈরি হওয়া জড়তা এখনো কাটেনি শিক্ষার্থীদের। যদিও এ সমস্যা থাকবে না, তবে কিছুটা সময় লাগবে। গতকাল এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, করোনার পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হলেও আমরা এখনো ভিন্ন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনার শঙ্কাটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার্থীরা এবার ভালো ফল করেছে। আমি বলব পাসের হারও ভালো। শিক্ষার্থীরা মানসিক সংকট থেকেও পুরোপুরি বের হতে পারেনি। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, বন্ধকালীন অনলাইন ক্লাসে নির্ভর থাকা, তারপর লেখার অভ্যাস না থাকা, শিক্ষার্থীদের জড়তা তৈরি হওয়া- এসব কিন্তু লক্ষ্য করছি আমরা। তাছাড়া অনেক শিক্ষার্থী কিন্তু এখনো ক্লাসে নিয়মিত হতে পারেনি। তাদের মধ্যে স্কুল-কলেজে আসার অনীহা তৈরি হয়েছে। সবমিলেই কিছুটা সমস্যা রয়ে গেছে।

পরিস্থিতি উত্তোরণে শিক্ষার্থীদের মানসিক শক্তি ফিরিয়ে আনতে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি শিক্ষাপ্রতিষ্ঠানে।

কামরুন নাহার বলেন, ফলাফল নিয়ে আমরা শিক্ষার্থীদের চাপ দিতে চাই না। আমরা চাই, সবদিক থেকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠুক তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর