শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভূমিকম্পে কেঁপেছে সিলেট। গতকাল সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ও পাশর্^বর্তী এলাকায় মৃদু এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। সুনামগঞ্জের ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয়ে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যা সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর