মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিআরটি প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণ শ্রমিকরা উড়াল সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা উড়াল সেতুর ওপর অবস্থান নেন। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উড়াল সেতুর ওপর দিয়ে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা অবস্থান শেষে প্রকল্প পরিচালকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা। পরে উড়াল সেতুর ওপরের অংশে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিআরটি কর্তৃপক্ষ। ঈদের আগে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষের কোনো সাড়া শব্দ না পেয়ে গতকাল সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ ঘটনার খবর পেয়ে প্রকল্প পরিচালক ঘটনাস্থলে ছুটে আসেন এবং বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের উপসহকারী কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর বলেন, নির্মাণ শ্রমিকরা উড়াল সেতুর ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৫ এপ্রিল পরিশোধ করার কথা ছিল। এরা ঠিকাদারদের অধীনে কাজ করে আসছে। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর