বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অনুমোদনহীন দোকান ও গুদামের তালিকা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন অনুমোদনহীন দোকান ও গুদাম ঘরের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মিত ভবনের বেজমেন্টে অনুমোদনহীন দোকান ও গুদামঘর গড়ে তোলার অভিযোগ খতিয়ে দেখতে সোমবার অভিযানও চালায় দুদক। এ সময় রাজউকের কাছে অনুমোদনহীন দোকান ও গুদাম ঘরের তালিকা সরবরাহের অনুরোধ করে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদক সূত্রে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন বিভিন্ন এলাকায় নির্মিত ভবনের বেজমেন্টে অনুমোদনহীন দোকান ও গুদামঘর গড়ে তোলার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম রাজউকের পরিচালক (প্রশাসন) ও উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার সহকারী অথরাইজড অফিসারের সঙ্গে কথা বলে ও রেকর্ডপত্র পর্যালোচনা করে। তবে তাৎক্ষণিকভাবে অনুমোদনহীন গুদাম ও দোকানের তালিকা পায়নি দুদক টিম। রাজউক থেকে তাদের জানিয়েছে, এ বিষয়ে তাদের জরিপ চলমান রয়েছে। দুদক টিম অভিযানকালে সার্ভে সম্পর্কিত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে এবং তালিকা পরবর্তীতে পাঠানোর নির্দেশনা দেয়।

সর্বশেষ খবর