শিরোনাম
শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

রংপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীতে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৩০ নম্বর ওয়ার্ডে বীরভদ্র বালাটারি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ড্রাইভার আইলুল হক ওরফে আয়ান তার স্ত্রী জোসনা বেগমকে (৪০) বৃহস্পতিবার সামান্য বিষয় নিয়ে বেদম মারাধর করেন। তাকে চিকিৎসা না করিয়ে বাড়িতেই আটকে রাখা হলে গতকাল বিকালে জোসনা বেগম মারা যান। খবর পয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠায়।

মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মারপিট করার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিহত গৃহবধূর বাবার বাড়ি যশোর জেলায়। সেখানে খবর পাঠানো হয়েছে। তারা এলে মামলা করা হবে। এখন পর্যন্ত স্বামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

 

 

সর্বশেষ খবর