মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া শাহি জামে মসজিদ। উপজেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এ মসজিদ। এর অপূর্ব নির্মাণশৈলী সহজেই সবাইকে আকৃষ্ট করে। প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত। মূল নাম খান বাহাদুর কাজী সালামত উল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহি জামে মসজিদ নামেই পরিচিত। অযত্ন আর অবহেলায় ঐতিহ্যের নিদর্শন মসজিদটির সৌন্দর্য নষ্ট হতে বসেছে। এর সংরক্ষণ প্রয়োজন। ‘মোগল মোমেন্টস অব বাংলাদেশ’ গ্রন্থ দ্বারা জানা যায়, মৌলভি কাজী সালামত উল্লাহ খান বাহাদুর তেঁতুলিয়ার জমিদার ছিলেন। তিনি উনবিংশ শতাব্দীর মাঝামাঝি ব্রিটিশ শাসনামলের ডেপুটি কালেকটর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ১২৭০ বঙ্গাব্দে এ মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে। তালা উপজেলা থেকে উত্তরে প্রায় ৩ কিলোমিটার দূরে খুলনা-পাইকগাছা সড়কের কোলঘেঁষে রাস্তার পাশেই ১ একর জায়গাজুড়ে এর অবস্থান। মসজিদের সঙ্গেই রয়েছে বিশাল এক পুকুর। মসজিদটিতে রয়েছে সাতটি দরজা। প্রতিটি দরজার উচ্চতা ৯ ফুট, প্রস্থ ৪ ফুট। ১০ বর্গফুট বেড়বিশিষ্ট ১২টি পিলারের ওপর মসজিদের ছাদ নির্মিত। চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ছয়টি বড় গম্বুজ ও ৮ ফুট উচ্চতাবিশিষ্ট ১৪টি মিনার রয়েছে। এ ছাড়া ২৫ ফুট উচ্চতাবিশিষ্ট চার কোণে চারটি মিনার রয়েছে। মসজিদের ভিতরে পাঁচ সারিতে ৩২৫ ও বাইরের চত্বরে ১৭৫ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। প্রত্নতাত্ত্বিক অধিদফতর ১৯৮৭ সালে মসজিদটি তাদের আয়ত্তে নিয়ে নেয়। মসজিদের সামনে তৈরি একটি প্লেটে লন্ডনপ্রবাসী মন্টি সিদ্দিকী (কাজী সালামত উল্লাহর বংশধর) নামে এক ব্যক্তির দেওয়া তথ্যমতে, মসজিদটির সঙ্গে ১৮৪০-৪১ সালে প্রতিষ্ঠিত কলকাতার শাহজানি বেগম মসজিদ এবং ১৮৪২ সালে প্রতিষ্ঠিত কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সাদৃশ্য লক্ষ করা যায়। বর্তমানে অযত্ন আর অবহেলায় ঐতিহ্যবাহী এ মসজিদটির সৌন্দর্য নষ্ট হতে বসেছে। তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামটি নানা কারণে খ্যাত। মসজিদের খুব কাছে সালাম মঞ্জিল। এটিই জমিদার সালামত উল্লাহ খানের বসতবাড়ি; যার ধ্বংসাবশেষ এখনো আছে। এর দক্ষিণেই বিখ্যাত হাসেমী বাড়ি। সাহিত্যিক সিকান্দার আবু জাফরের জন্মস্থান।