বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি!

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসুদেবপুর গ্রামের নাসিরুল্লাহ ম-লের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ ঢুকেছে ১০০ কোটি রুপি। কে বা কারা এ রুপি পাঠিয়েছে- তারও কোনো হদিস নেই। এদিকে এ নিয়ে পুলিশ হয়রানি শুরু করেছে। আবার ব্যাংক কর্তৃপক্ষও তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। সব মিলিয়ে এক নাজেহাল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন নাসিরুল্লাহ ও তার পরিবার। জানা গেছে, ১৮ মে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা নাসিরুল্লাহকে একটি নোটিস পাঠায়। ওই নোটিসে লেখা হয়, জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসিরুল্লাহর নামে ১৭ মে একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আগামী ৩০ মে সব নথিপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে। তবে অভিযুক্ত নাসিরুল্লাহর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে- তা ওই নোটিসে লেখা নেই। নোটিস পাওয়ার পর কার্যত রাতের ঘুম উড়ে গেছে তার। এদিকে খোঁজ নিয়ে নাসিরুল্লাহ জানতে পারেন, দেগঙ্গায় তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা পড়েছে। প্রথমে সেই ব্যালান্স জানতে ‘গুগল পে’-এর সাহায্য নেন নাসিরুল্লাহ। দেখেন তার অ্যাকাউন্টে ১০০ কোটি রুপির ব্যালান্স দেখাচ্ছে। বিষয়টি জানার পরই গত মঙ্গলবার তড়িঘড়ি ছুটে যান দেগঙ্গায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই শাখায়। কিন্তু ব্যাংক ম্যানেজার সেই অ্যাকাউন্ট চেক করার পর বলেন, তার একাউন্টে মাত্র ১৭ রুপি আছে। তবে ‘গুগল পে’তে তার অ্যাকাউন্টে কেন ১০০ কোটি রুপির ব্যালান্স দেখাচ্ছে- তা জানতে চাইলে ব্যাংক ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন। কিন্তু এবার দেখা যায় তার ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এ ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া যাবে না।

সর্বশেষ খবর