বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

গলায় লিচুর বিচি আটকে এক মাসে ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে গতকাল লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম অনিক (১০)। এ নিয়ে গত এক মাসে সারা দেশে শুধু লিচুর বিচি আটকে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ৯ মে শিশু নুসরাতকে দিয়ে শুরু হলেও কয়েক সপ্তাহে বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয় একে একে। গতকাল বেলা পৌনে ১২টায় শিশু অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে অনিকের মা পারভিন আক্তার জানান, শিশুটির নানা আবদুর রউফ গতকাল সকালে বাসায় লিচু কিনে আনেন। লিচু খাওয়ার সময় অনিকের গলায় বিচি আটকে যায়। এ সময় অনিক ছটফট করতে থাকে। পরে তাকে ঢামেকে নেওয়া হয়। শিশুটির বাবার সঙ্গে তার অনেক আগেই বিচ্ছেদ হয়ে যায়। তিনি হাজারীবাগের গজমহল এলাকায় বাবার সঙ্গে ভাড়া থাকেন। তার আয়েই তাদের সংসার চলে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়। আবদুর রউফ হাজারীবাগ এলাকায় চা বিক্রি করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশু মৃত্যুর ঘটনা হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখবে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৯ মে ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে বেড়াতে যায় ৪ বছরের শিশু নুসরাত। সেখানে লিচু খেয়ে তার গলায় বিচি আটকে যায়। এরপর শিশুটি মারায় যায়।

গত ২০ মে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডী খিয়ারপাড়ায় আরেক বাকপ্রতিবন্ধী শিশু হজরত আলীর (৬) গলায় লিচুর বিচি আটকে যায়। এ সময় তার মা কোহিনূর বেগম শিশুটির গলায় আঙুল ঢুকিয়ে লিচুর বিচি বের করার চেষ্টা করেন। এতে শিশুর মুখ দিয়ে রক্ত বের হলে সবাই ঘাবড়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে হজরত আলীর মৃত্যু হয়।  

এর আগে গত ১২ মে লিচুর বিচি আটকে ময়মনসিংহের গফরগাঁওয়ের জুনাইদ (৩), ১৩ মে রাতে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের জোয়াগের গ্রামে এক বছরের শিশু হোসাইন, ১৪ মে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার সাগরপাড়ায় দেড় বছরের শিশু মাহমুদ, ১৭ মে পঞ্চগড়ের অটোয়ারীতে রায়হান (৪) এবং ২১ মে চট্টগ্রামের হাটহাজারীর দেড় বছরের শিশু সফোয়ানের মৃত্যু হয়। এ ছাড়া গত ১ জুন চট্টগ্রামের ফটিকছড়ির ৬ মাসের শিশু মোহাম্মদ আদিলেরও মৃত্যু হয়েছে গলায় লিচুর বিচি আটকে।

কুমিল্লায় তালের শাঁস খেয়ে বমি, স্কুলছাত্রীর মৃত্যু : কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার দাউদকান্দিতে তালের শাঁস খেয়ে বমি করার পর অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার গৌরিপুর আফতাব-সুবল হাইস্কুলে এই ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী তিতাস উপজেলার নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

সর্বশেষ খবর